আল-আমিনের দায় মোচন


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৬ মার্চ ২০১৬

নিউজিল্যান্ডের ১৬তম ওভারে বল করতে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিলেন নিউজিল্যান্ডের অন্যতম ভয়ংকর ব্যাটসম্যান রস টেলর; কিন্তু জায়গায় দাঁড়িয়ে সরাসরি হাতে পাওয়া সহজ ক্যাচটি মিস করে আল আমিন অবাক করে দিলেন পুরো ইডেনের দর্শকদের। এমন ক্যাচও মিস হয়!

সে ওভারে অবশ্য কোরি অ্যান্ডারসনকে বোল্ড করে নিজের জেদ মিটিয়েছেন মাশরাফি। তবে ক্যাচ ছাড়ার কারণে নিজের ওপর ক্ষুব্ধ আল আমিন জেদটা ধরে রেখেছিলেন মনে মনে। সুতরাং, ১৯তম ওভারে দ্বিতীয় বলে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ বানিয়ে সেই টেলরকেই ফেরালেন তিনি। তবে এ আউটে আল-আমিনের চেয়ে মিঠুনের কৃতিত্ব কম নয়। দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন তিনি। তবুও তো এই উইকেটটি নিয়ে ব্যর্থতার দায় কিছুটা হলেও মোচন হলো আল-আমিনের।

তবে আউট হবার আগে টেলর করেন মুল্যবান ২৮টি রান। নিজের ১৩তম বল খেলার সময় ক্যাচ দিয়েছিলেন তিনি। এরপর ১১ বলে ১৯ রান যোগ করেন। ফলে নিউজিল্যান্ড ১৪৫ রানের লড়াকু সংগ্রহ পায়।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।