খুলনায় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত


প্রকাশিত: ১০:২১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

খুলনার তেরখাদা উপজেলায় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সেনেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন হলেন শুকুর (৩৮)। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে চাল ব্যবসায়ী অশোক কুমার খুলনা আসার পথে সেনেরবাজার এলাকায় চার ছিনতাইকারী তার পথরোধ করে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে ছিনতাইকারীদের গুলিতে অশোক কুমার আহত হন। পরে এলাকাবাসী ধাওয়া করে মোকামপুর বাজারে চার ছিনতাইকারীকে আটক করে। এ সময় ছিনতাইকারীরা ছয় রাউন্ড গুলি করলে একজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। এ সময় ছিনতাইকারীদের আটক করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুকুর (৩৮) ও অজ্ঞাতপরিচয় এক ছিনতাইকারী নিহত হন। অপর দুই ছিনতাইকারী জিল্লুর ও আলী আক্কাস হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।