মুস্তাফিজের প্রশংসায় লুক রাইট


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৬ মার্চ ২০১৬

ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পরেই তাকে নিয়ে ক্রিকেট পাড়ায় শুরু হয়ে যায় নানা রকমের গবেষণা। মুস্তাফিজের স্লো বল এবং অফ কাটার নিয়ে গবেষণা চালিয়েও এখন পর্যন্ত কেউ এর রহস্য বের করতে পারেননি। স্বয়ং মুস্তাফিজ নিজেও হয়তো জানেন না।

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। এর কিছুদিন পরেই চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি লিগে খেলার সুযোগ পান মুস্তাফিজ। ইংলিশ কাউন্টি লিগের দল সাসেক্সের হয়ে মাঠ কাপাবেন টাইগার এই তারকা।

সাসেক্সে খেলছেন সাবেক ইংলিশ ক্রিকেটার লুক রাইটও। কিউইদের বিপক্ষে মুস্তাফিজের অসাধারণ বোলিং দেখে মুখ বুঝে বসে থাকতে পারেননি তিনি। নিজের টুইটার আইডিতে লুক রাইট লেখেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের সাসেক্সে নতুন আসা মুস্তাফিজুরের বোলিং উপভোগ করছি। অসাধারণ ট্যালেন্ট। তার স্লো বলগুলো বোঝা আসলেই কষ্টকর।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত মুস্তাফিজ দুই ওভারে দুই উইকেট নিয়েছেন।

আরআর/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।