সাব্বিরের সামনে রেকর্ডের হাতছানি


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৬ মার্চ ২০১৬

বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার সাব্বির রহমান। টি-টোয়েন্টির স্পেশালিস্ট হিসেবেই ২৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যানের বেশ পরিচিতি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত রানের ঝুলিতে ২৫ রানে যোগ করে চলতি বছরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরমেটে চারশ’ বা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি। এবার নতুন এক রেকর্ডের হাতছানি টাইগার এই ব্যাটসম্যানের সামনে।

আজকের (শনিবার) ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ২২ রান করতে পারলেই ২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক হবেন সাব্বির।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি দখল করে আছেন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ২০১২ সালে ১৩ ম্যাচে তিনি করেছিলেন ৪৭২ রান।

আরএ/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।