পিছিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৬ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে টানা তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে টাইগাররা। শনিবার (২৬ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আনুষ্ঠানিকতার ম্যাচ শক্তিশালী নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।

তবে পরিসংখ্যানে পিছিয়ে থেকে মাঠে নামবে মাশরাফি বাহিনী। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা তিনটি ম্যাচের মধ্যে সবকটিতে হেরেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে সর্বপ্রথম ২০১০ সালে হ্যামিল্টনে মুখোমুখি হয়েছিল দু`দল। সে ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ব্ল্যাক ক্যাপসরা। এরপর ২০১২ সালে একবার মুখোমুখি হয়েছিল তারা। সে ম্যাচেও সফলতা পায়নি টাইগাররা।

সর্বশেষ মিরপুরে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে বেশ চাপে ফেলেছিল টাইগাররা। তবে সেই ম্যাচে ১৫ রানের জয় নিয়ে শেষ হাসি হাসে নিউজিল্যান্ড।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।