জাপানকে হারিয়েছে ছেলেরা, নেপালের কাছে হেরেছে মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১১ এএম, ০২ অক্টোবর ২০২৩

এশিয়ান গেমস কাবাডিতে আজ মিশ্র অনুভূতি উপহার দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠিত পুরুষদের কাবাডিতে প্রথম ম্যাচে জাপানকে রীতিমত বিধ্বস্ত করে পরের রাউন্ডে উন্নীত হয়েছে বাংলাদেশ। কিন্তু সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত নারীদের কাবাডিতে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ।

ভোর সাড়ে ৬টায় শুরু হওয়া শিয়াওশান কুয়ালি স্পোর্টস সেন্টারে শুরু হওয়া পুরুষদের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে জাপানকে ৫২-১৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫-৫ ব্যবধানে এগিয়ে ছিলো লাল-সবুজ জার্সিধারী কাবাডি খেলোয়াড়রা। পরের রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

একই ভেন্যুতে নারীদের কাবাডিতে ‘বি’গ্রুপের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশের নারী কাবাডি খেলোয়াড়রা। কিন্তু পুরুষদের সাফল্য তারা বহন করতে পারেনি। ৩৭-২৪ পয়েন্টের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ১৬-২১ পয়েন্টে পিছিয়ে ছিলো বাংলাদেশ।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।