এশিয়ান গেমস কাবাডি
ছেলেরা ভারতের গ্রুপে, মেয়েরা ইরানের
এশিয়ান গেমস কাবাডিতে পদক উদ্ধারের জন্য কাদের বিপক্ষে খেলতে হবে, তা ঠিক হয়েছে আজ (রোববার)। হাংজুতে পুরুষ ও নারী কাবাডির গ্রুপ নির্ধারণ হয়েছে। বাংলাদেশ পুরুষ কাবাডি দল পড়েছে ৫ দলের গ্রুপে, মেয়েরা তিন দলের।
পুরুষ কাবাডিতে বাংলাদেশ খেলবে ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও জাপানের বিপক্ষে। অন্যদিকে নারী কাবাডিতে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ইরান ও নেপাল।
সোমবার থেকেই শুরু হবে কাবাডির পদক জয়ের অভিযান। বাংলাদেশ পুরুষ দল প্রথম ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।
অন্যদিকে মেয়েরা প্রথম ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। সোমবার খেলাটি শুরু হবে সকাল ৮ টায়। মেয়েদের গ্রুপের দ্বিতীয় ম্যাচ ইরানের বিপক্ষে ৪ অক্টোবর।
ছেলেদের দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর ভারতের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ৪ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে এবং চতুর্থ ম্যাচ ৫ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে।
২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ১৮ তম এশিয়ান গেমস থেকে শূন্য হাতে ফিরেছিল পুরুষ ও নারী কাবাডি দল।
আরআই/এমএমআর/জিকেএস