জীব-বৈচিত্র্য রক্ষায় চলছে তেল অপসারণ


প্রকাশিত: ০৪:০৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনে ছড়িয়ে পড়া কালো ফার্নেস অয়েল অপসারণ শুরু করেছে বন বিভাগ। শনিবার সকাল ৭টায় তারা তেল অপসারণ শুরু করে। যত দিন তেল থাকবে ততদিন এ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সুন্দরবন পূর্ব বন বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চোধুরী জানান, ২০টি নৌকাসহ ৪০ জন শ্রমিক নিয়ে সকাল সাড়ে ৭টায় বনের ভেতরের ছোট খালগুলোতে তেল সংগ্রহের কাজ শুরু করেছে বন বিভাগ। জয়মনি থেকে আন্ধার মানিক খাল পর্যন্ত তারা এ কাজ করবে। সব তেল উত্তোলন না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।