টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবারের মত ১ রানের জয়


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৪ মার্চ ২০১৬

ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের ফল অনেকটাই বাংলাদেশের পক্ষে ছিল। জয়টা ছিল অনেকটা সুনিশ্চিত। কিন্তু জয়ের এত কাছে এসেও মাত্র ১ রানে হারতে হলো টাইগারদের। মাশরাফি বাহিনীর এমন পরাজয়ে হতাশ কোটি ক্রীড়াপ্রেমী। শেষ ওভারের অবিশ্বাস্য নাটকীয়তায় অবাক ক্রিকেট বিশ্ব।

তবে ১ রানে হারের ঘটনা এবারই প্রথম নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত চারবার ঘটেছে এমন ঘটনা। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আটবার ঘটেছে এমন ঘটনা। প্রথমবার ১ রানের জয়ের ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। আর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল অস্ট্রেলিয়া।

এদিকে দ্বিতীয়বারের মতো ১ রানে জয় পেল ধোনি বাহিনী। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছিল ভারত।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।