মাহমুদউল্লাহকে ধোনির পরামর্শ


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৪ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাটসম্যানদের অসর্তকতায় মাত্র এক রানে ভারতের কাছে হেরে গেছে টাইগাররা। অপ্রয়োজনীয় বড় শট খেলতে গিয়ে মাহমুদউল্লাহ`র উইকেট পতনই ম্যাচ পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে ম্যাচ থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

ধোনির সেই পরামর্শগুলো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন মাহমুদুল্লাহ।

ধোনি বলেন, “এমনটা সব সময় হয় না। কখনও মনে হয় বড় শট নিয়ে ম্যাচটা শেষ করে দেওয়া যাবে। আর যদি হাতে উইকেট থাকে, তখন মনে হয় অন্যরা ম্যাচটা বের করে নেবে। আর যখন কেউ ভাল ব্যাট করছে তখন সে নিজের শটগুলো নেয়। মাহমুদউল্লাহর জন্য এটা শিক্ষা। এটাই ক্রিকেট। যদি ওই শটটা ওভার বাউন্ডারি হতো তাহলে দারুণ শট হতো কিন্তু হয়নি, এটাই ক্রিকেট”।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।