সাত ম্যাচ পর টস জিতলেন মাশরাফি


প্রকাশিত: ০২:২২ পিএম, ২৩ মার্চ ২০১৬

ম্যাচ ভাগ্যের মত মাশরাফির টস ভাগ্যটাও অনেকদিন ছেলেখেলা করছিল। সুপার টেনের দুই ম্যাচে এখনো জয়ের দেখা পাননি মাশরাফি। অবশেষে ভাগ্য সহায় হল মাশরাফির। টানা সাত ম্যাচ টসে হারার পর অবশেষে ভারতের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক। টসে জিতেই স্পিনিং উইকেটে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দল নেতা।

এর আগে সর্বশেষ এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে শেষবার টসে জিতেছিলেন মাশরাফি। ওই ম্যাচটিও জিতেছিল বাংলাদেশ। এবার সামনে ভারত। যদিও প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন।

ভারতের মাটিতে ভারতকে হারানো অনেক কঠিনই বলা চলে সেখানে বাংলাদেশের নেই দুই সেরা বোলার তাসকিন এবং আরাফাত সানি। তবুও দলের বর্তমান ক্রিকেটারদের নিয়ে ভারতের বিপক্ষে ভালো কিছু করার আশাবাদী অধিনায়ক মাশরাফি।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।