বিশ্বকাপের সেরা সাকিব-তামিম


প্রকাশিত: ১১:০৫ এএম, ২৩ মার্চ ২০১৬

সুপার টেনে এখনো একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ; কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্সে সবাইকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এ দু’জন এখনও রয়েছেন সবার শীর্ষে।

বিশ্বকাপে চার ম্যাচ খেলে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫৭ রান করেছেন তামিম ইকবাল। এক ইনিংসে সর্বোচ্চ ১০৩ রান করেছেন তিনি। যেটা এই টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসও বটে। ৫ ম্যাচ খেলে ১৯৪ রান করে দ্বিতীয়তে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। ৫ ম্যাচে ১০৯ রান করে বাংলাদেশের সাব্বির রহমান রয়েছেন ছয় নম্বরে। এছাড়া সাকিব আল হাসান ৫ ম্যাচে ১০৫ রান করে সেরা দশের ভেতরে রয়েছেন নয় নম্বরে।

Tamim-sakib

বোলিংয়েও সেরা সাকিব আল হাসান। ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি রয়েছেন শীর্ষে। ৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের মিচেল সান্তনার এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী রয়েছেন যথাক্রমে দুই এবং তিন নম্বরে।

যদিও, ইংল্যান্ডের বিপক্ষে আজ ২ উইকেট নিয়ে সবার ওপরে উঠে গেছেন মোহাম্মদ নবী। সেরা দশে আর কোন বাংলাদেশী বোলার নেই। সুপার টেনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারতের।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।