তনু হত্যার বিচার দাবি তাসকিনের


প্রকাশিত: ০৮:০১ এএম, ২৩ মার্চ ২০১৬

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠার পর থেকেই সবার নজর তাসকিনের দিকে। বিসিবির রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাসকিনের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি জুডিশিয়াল কমিশন। বুধবার (২৩ মার্চ) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আইসিসি নিষেধাজ্ঞা বহাল রাখলেও সে বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাননি তাসকিন। তবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় দু:খ প্রকাশ করে, এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি।

taskin

আজ (বুধবার) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে "তনু হত্যার বিচার চাই" লেখা সম্বলিত একটি ছবি আপলোড করেন তাসকিন। ছবির ক্যাপশনে তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন।

আরএ/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।