আবারো নিজের রূপে ফিরবে বাংলাদেশ : মুশফিক


প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৩ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় না পেলেও প্রতিপক্ষের সামনে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। কখনও ব্যাট হাতে, কখনও বল হাতে জ্বলে উঠছে টাইগাররা। তাইতো বিশ্বের সামনে বাংলাদেশ এখন এক অন্যতম ক্রিকেট পরাশক্তি।

তবে দলের এমন সব ধারাবাহিকতায় ছন্দপতন হয়েছে কয়েকজন খেলোয়াড়ের। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। ব্যাট হাতে  বাংলাদেশের অনেক ম্যাচে সাফল্য এনে দিলেও এবারের বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি তিনি। তারপরও পরবর্তী ম্যাচগুলোতে স্বরুপে ফেরার প্রত্যয় তার। এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ দলের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, দলকে যারা দিনের পর দিন সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এখন হয়তো সময়টা ভালো যাচ্ছেনা ... কিন্তু বাংলাদেশ আবার নিজের রুপে ফিরে আসবেই। চলো বাংলাদেশ! দোয়া করবেন আজকের ম্যাচের জন্য।

উল্লেখ্য, নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের মোকাবেলা করবে মাশরাফি-সাকিবরা।

আরএ/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।