টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি আফ্রিদি


প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৩ মার্চ ২০১৬

খুব একটা ভালো সময় যাচ্ছে না আফ্রিদির। এবারের বিশ্বকাপের শুরু থেকেই সমালোচনার মুখে রয়েছেন তিনি। এরই মধ্যে জানা গেলো বিশ্বকাপের পর আফ্রিদিকে জোর করেই অবসরে পাঠাতে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন ঘোষণার পর মঙ্গলবার (২২ মার্চ) পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। কিন্তু ব্যাট ও বল হাতে নিজেদের প্রমাণে অনেকটাই ব্যর্থ অাফ্রিদি বাহিনী।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হারলেও বল হাতে নিজেকে ভালোই প্রমাণ করেছেন অাফ্রিদি। ম্যাচে দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের নাম লিখিয়েছেন পাকিস্তানী টি-টোয়েন্টি অধিনায়ক। এর ফলে শ্রীলংকার পেস বোলার মালিঙ্গাকে পেছনে ফেললেন তিনি।

afridi

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিসংখ্যান অনুযায়ী, ৩৩ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে আফ্রিদি সর্বোচ্চ উইকেট শিকারি। এরপরের অবস্থানেই রয়েছে লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচ খেলে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। এরপর যথাক্রমে সাইদ আজমল তৃতীয়, মেন্ডিস চতুর্থ ও উমর গুল পঞ্চম অবস্থানে রয়েছেন।

আরএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।