মুস্তাফিজ ইশ্বর প্রদত্ত প্রতিভা: নেহরা


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২২ মার্চ ২০১৬

আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন এখনও এক বছর হয়নি। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেস বোলার মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে যেমন বিধ্বংসী বিদেশের মাটিতেও একই রকম বিধ্বংসী প্রতিভার পরিচয় দিলেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে যেভাবে বোল্ড করলেন, তাতে আরও একবার মুস্তাফিজ প্রমাণ করলেন, ক্রিকেট বিশ্বকে শাসন করতেই আগমণ ঘটেছে তার।

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে পাঁজরের পেশিতে টান লেগে ছিটকে যেতে হযেছিল মুস্তাফিজকে। সেই ব্যাথাটা ভুগিয়েছে বেশ। ঠিক তিন সপ্তাহ পর ম্যাচে ফিরেছে যে
ছেলেটি, তার কাছে খুব বেশি প্রত্যাশা ছিল না মাশরাফিরও। তাসকিন, আরাফাত সানি নিষিদ্ধ হওয়ায় বাধ্য হয়েই মুস্তাফিজুরকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামাতে হয়েছিল।

সেই মুস্তাফিজুরই কি না চেনা ছন্দে হাজির। মিডল এন্ড লেগ স্ট্যাম্পে পিচিং ফুল পেস ডেলিভারীতে স্টিভেন স্মিথ ফ্লিক করতে চেয়ে হতভম্ব, স্ট্যাম্প উপড়ে যাওয়ার দৃশ্য দেখে অসি অধিনায়কের মাথায় উঠল হাত। মিশেল মার্শ তো কাটার বুঝতে না পেরে পয়েন্টে দিয়ে এলেন ক্যাচ! ২৪টি ডেলিভারীর মধ্যে ১২টিই ডট! ব্যাঙ্গালুরুতে মুস্তাফিজুরকে এতোটাই সমীহ করে খেলেছে অস্ট্রেলিয়া। স্টক ডেলিভারীর সংখ্যা একটি নয়। শ্লোয়ার কাটার সবই পারেন মুস্তাফিজুর।

বাংলাদেশের এই বিস্ময় বোলারকে ঈশ্বর প্রদত্ত প্রতিভা হিসেবেই মনে করছেন ভারতের বাঁ-হাতি পেসার আশিস নেহরা। তিনি বলেন, ‘তাসকিনকে হারিয়েছে বাংলাদেশ। কোনো সন্দেহ নেই ওদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ বোলার ছিল; কিন্তু মুস্তাফিজ কয়েক ম্যাচ খেলেনি সাইড স্ট্রেইন নিয়ে, ও ফিরে এসেছে। আল আমিন আছে, সাকিব আল হাসান তো দারুণ অলরাউন্ডার। বোলিং গভীরতা ওদের অনেক। আমার মনে হয় না ২-১ জন বোলার না থাকায় ওদের বোলিং দুর্বল হয়েছে।’

মুস্তাফিজের প্রশংসা ঝরে পড়েছে নেহরার কণ্ঠে। তিনি বলেন, ‘আমি মনে করি, সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ দারুণ। বিশেষ করে যে স্লোয়ার ডেলিভারি সে করে। ইশ্বর প্রদত্ত এটি স্লোয়ার বল পেয়েছে সে। অ্যাকশনও দারুণ। সে দারুণ সম্ভাবনাময় এক ক্রিকেটার, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটের জন্য।’
 
আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদে একই দলের হয়ে খেলবেন নেহরা এবং মুস্তাফিজ। এ বিষয়টা চিন্তা করেই খুব খুশি নেহরা। তিনি বলেন, ‘ভালো একটা ব্যাপার হলো, আইপিএলে সে আমার দলে। আমার জন্যও এটি খুব ভালো হবে। ওর বোলিং অ্যাকশন ব্যতিক্রমী। ক্রিকেটের বড় সম্পদ। সত্যি ওয়ানডে ও টি২০ ফরম্যাটে মুস্তাফিজ দারুণ একজন বোলার। যেটা বললাম, দারুণ প্রতিভা সে, খুব সম্ভাবনাময়।’

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।