ফেদেরারের রেকর্ড ভেঙে সেমিফাইনালে জকোভিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

নোভাক জকোভিচ মাঠে নামা মানেই যেন রেকর্ড আর রেকর্ড। মঙ্গলবার রাতেও রেকর্ড গড়লেন তিনি। পেছনে ফেললেন আরেক কিংবদন্তি রজার ফেদেরারকে। তৈরি করলেন নতুন ইতিহাস।

ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন সার্বিয়ান তারকা জকোভিচ। এ নিয়ে মোট ৪৭বার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন তিনি। মঙ্গলবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নবম বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজকে ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন জকোভিচ।

বিজ্ঞাপন

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামেও চিরচেনা ফর্মে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এগিয়ে যাচ্ছেন ২৪তম ট্রফি জয়ের দিকে। সে লক্ষ্যে আরও একধাপ এগুলেন তিনি।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৫৫ শতাংশের বেশি আর্দ্রতা ছিল জকোভিচ-ফ্রিৎজ ম্যাচের সময়। অস্বস্তিকর পরিবেশের মধ্যেও জকোভিচকে থামানো যায়নি। বরং দেশের চেনা কোর্টে ৫১টি আনফোর্সড এরর করে ফ্রিৎজ এক রকম ম্যাচ তুলে দিয়েছেন জকোভিচের হাতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমেরিকার খেলোয়াড়ের মাত্র ২৮ শতাংশ দ্বিতীয় সার্ভিস সঠিক জায়গায় পড়েছে। ১২টি ব্রেক পয়েন্টের ১০টিই কাজে লাগাতে পারেননি তিনি। এসব পরিসংখ্যান দিয়ে অবশ্য জকোভিচের কৃতিত্বকে খাটো করা যাবে না।

৪৬ বার গ্র্যান্ড স্ল্যামে শেষ চারে উঠেছিলেন ফেদেরার। গত উইম্বলডনে সেই নজির স্পর্শ করেছিলেন জকোভিচ। মঙ্গলবার ছাপিয়ে গেলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। পাশাপাশি, ইউএস ওপেনে ১৩ বার কোয়ার্টার ফাইনাল খেলে প্রতিবারই জয় পেলেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউএস ওপেনে পুরুষদের সেমিফাইনালে উঠেছেন আমেরিকার অবাছাই খেলোয়াড় বেন শেল্টন। মঙ্গলবারের অন্য কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়েছেন ১০ নম্বর বাছাই স্বদেশি ফ্রান্সিস টিয়াফোকে। শেল্টন জিতেছেন ৬-২, ৩-৬, ৭-৬ (৯-৭), ৬-২ সেটে।

নারীদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ১০ নম্বর বাছাই ক্যারোলিনা মুচোভা। তিনি ৬-০, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ৩০ নম্বর বাছাই সোরানা ক্রিস্টিয়াকে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।