দেশে ফিরছেন আরাফাত সানি


প্রকাশিত: ০৬:০৭ এএম, ২২ মার্চ ২০১৬

আইসিসি তার হাতে শেকল পরিয়ে দিয়েছে। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন আরাফাত সানি। ত্রুটি ঠিক করেই আবারও ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। তার সঙ্গে তাসকিনকেও একই নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তবে ঘরোয়া ক্রিকেটে বিসিবির তত্ত্বাবধানে বোলিং করতে পারবেন আরাফাত সানি এবং তাসকিন।
 
নিষেধাজ্ঞার আদেশ দেয়ার পরেও তারা দলের সাথে অনুশীলন করেছেন। তবে টিম ম্যানেজমেন্টের সূত্র অনুযায়ী, আজকেই (মঙ্গলবার) দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে আরাফাত সানিকে। তবে তাসকিন থাকবেন দলের সাথেই। তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে বিসিবি।

বিশ্বকাপের মধ্যেই তাকে ফিরে পাওয়ার আশা করছে বিসিবি। ইতিমধ্যে এদের দুইজনের পরিবর্তে দলে যোগ দিয়েছেন শুভাগত হোম এবং সাকলাইন সজীব। অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেছেন এই দুজন।

আরআর/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।