নাসিরকে না নেয়ার ব্যাখ্যা দিলেন মাশরাফি


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২২ মার্চ ২০১৬

মানুষের মনে প্রশ্ন নাসির দলে নেই কেন? আসলে এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছেই। খোদ নির্বাচকরাও হয়তো জানেন না নাসিরকে কেন দলে নেয়া হয়নি। তাসকিন এবং সানির বদলে সাকলাইন এবং শুভাগত হোম দুইজন বাংলাদেশ দলে ডাক পাওয়ার পরে প্রথম ম্যাচটিতেই খেলতে নামেন।

অথচ ভারতীয় কন্ডিশনে তাদের মানিয়ে নেয়াটা ছিল একটি চ্যালেঞ্জের মত। সেই চ্যালেঞ্জ না নিয়েই তাদের নামিয়ে দেয়াটা কতটা যৌক্তিক ছিল সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না কিন্তু নাসির না থাকার কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক মাশরাফি নিজেই।

শেষের দিকে নাসির কতটা কার্যকরী ব্যাটসম্যান সেটা অনেক আগেই আমরা দেখেছি। মাশরাফি বললেন, ‘নাসির অবশ্যই আমাদের পরিকল্পনায় রয়েছে এবং সব সময়েই থাকবে। শেষ পর্যন্ত অপেক্ষা করে দলের ভারসাম্য রক্ষার্থেই তাকে দলে নেয়া হয়নি। আশা করছি ও সামনে সুযোগ পাবে।’

প্রথম দুইটি ম্যাচ হেরে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। অসম্ভব কিছু না ঘটলে বাংলাদেশের সেমিফাইনাল যাওয়ার আশা নেই বললেই চলে। সেক্ষেত্রে পরের দুইটি ম্যাচ জিতেই টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ।

আরআর/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।