শাহবাগে চলছে খেলা, বসেছে মেলা


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২১ মার্চ ২০১৬

বড় পর্দায় ক্রিকেট বলতেই যেন তারুণ্যের মিলন মেলা। যে মেলায় ক্রিকেট ভালোবাসার বন্ধনে সবাই যেন একাকার।

সোমবার সন্ধ্যার পর থেকেই বড় পর্দায় খেলা দেখতে নানা বয়সি, নানা পেশার মানুষে কানায় কানায় ভরে যায় শাহবাগ চত্বর। এ যেন এক মিলন মেলা।

কানায় কানায় ভরে যাওয়া মানুষের পাশেই বসেছে আইস্ক্রিম, ঝাল মুড়ি, নারিকেল-চিড়া, চানাচুর, ছোলাসহ নানা খাবার উপকরণের ভ্রাম্যমাণ দোকান যা দেখতে অনেকটাই গ্রাম বাংলার মেলার মতো। সব মিলেই মিলন মেলা এবং গ্রাম বাংলার মেলার রূপ নিয়েছে শাহাবাগ চত্বর।

ক্রিকেট ভালোবাসায় সিক্ত হয়ে আনন্দ এবং আবেগকে ভাগ করে নিতে তাই হাজারো ক্রিকেটপ্রেমীর কাছে স্টেডিয়ামের বাইরে আরেক স্টেডিয়াম হয়ে উঠেছে শাহবাগ। সেখানে শুধুই জয়ের জন্য প্রার্থনা আর প্রিয় বাংলাদেশের জন্য শুভ কামনা।

এমএম/এএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।