মাহমুদউল্লাহর এক রানের আক্ষেপ


প্রকাশিত: ০৪:১২ পিএম, ২১ মার্চ ২০১৬

তার আবির্ভাব হয় দলের সংকটময় মুহূর্তে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এর ব্যতিক্রম হলো না। দল যখন উইকেট খুইয়ে ধুঁকছে, ঠিক তখনই ৪৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে ১৫৬ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন বাংলাদেশের ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক মাহমুদউল্লাহ রিয়াদ।

আক্ষেপ করতেই পারেন একটি রানের জন্য হাফ সেঞ্চুরি না হওয়াতে। তাতে কি আসে যায়! একসময় বাংলাদেশ দলই একশোর কোটা পার হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ৫১ রানের জুটি করে বিপর্যয় সামাল দেন মুশফিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২৯ বলে ৭টি চার এবং ১টি ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টি দুইটি হাফ সেঞ্চুরি রয়েছে রিয়াদের। অনেকদিন পর সেই চিরচেনা মুশফিককেও দেখা গিয়েছে। মুশফিক ১৫ রানে অপরাজিত থাকেন। এর আগে সাকিবের ৩৩ রানের সাময়িক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। মিথুনের ২৩ ছাড়া আর কোন ব্যাটসম্যানই বলার মত রান করতে পারেননি।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।