ব্যাঙ্গালুরু থেকে শাহবাগ : বাংলাদেশ বাংলাদেশ


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২১ মার্চ ২০১৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ ঘিরে বাঙালিদের নজর এখন ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে যারা চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকার করে তারা টাইগারদের অনুপ্রেরণা দিচ্ছেন। আর সে ঢেউ যেন এসে লাগছে শাহবাগের ক্রিকেটপ্রেমীদের ভিড়ে। সেখানেও একই উত্তাপ, একই উত্তেজনা।

shahbag

শাহবাগে বড় পর্দায় দেখানো হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট ম্যাচটি। প্রথম ম্যাচে দু’দলই হেরেছে, এরপর সানি-তাসকিনের না থাকা এবং একেবারে শেষ মুহূর্তে তামিমের অনুপস্থিতির খবরে ম্যাচটি আলাদা মাত্রা পেয়েছে।

shahbag

ক্রিকেট ভালোবাসায় সিক্ত হয়ে আনন্দ এবং আবেগকে ভাগ করে নিতে তাই হাজারো ক্রিকেটপ্রেমীর কাছে স্টেডিয়ামের বাইরে আরেক স্টেডিয়াম হয়ে উঠেছে শাহবাগ। সেখানে শুধুই জয়ের জন্য প্রার্থনা আর প্রিয়দলের জন্য শুভকামনা।  

এএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।