তিন হারের পর ওমানে জয় দেখলো হকি দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩১ আগস্ট ২০২৩

ওমানে ফাইভ-এ সাইড ওয়ার্ল্ড কাপ হকি কোয়ালিফাইয়ে বাংলাদেশের মেয়েরা প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করলেও ছেলেরা খেই হারিয়েছিল প্রথম ম্যাচ থেকেই। সালালায় এক এক করে তিন ম্যাচ হেরেছিল বাংলাদেশের ছেলেরা। অবশেষ জাপানকে হারিয়ে জয়ের মুখ দেখেছে লাল-সবুজের দল।

আজ (বৃহস্পতিবার) চতুর্থ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০-৩ গোলে। বড় জয়ে হ্যাটট্রিক করেছেন দ্বীন মোহাম্মদ ইমন ও সাইফুল আলম শিশির। জোড়া গোল করেছেন সারোয়ার মোর্শেদ শাওন ও আবেদ উদ্দিন।

এর আগে মালয়েশিয়ার কাছে ১০-৫ গোলে, ভারতের কাছে ১৫-১ গোলে ও পাকিস্তানের কাছে ১৫-৬ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৯ আগস্ট শক্তিশালী ভারতের কাছে ১৫-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ৩০ আগস্ট পাকিস্তানের কাছে ১৫-৬ গোলে হেরেছিলো।

এ নিয়ে লাল-সবুজের দেশ চার ম্যাচে ২২ গোল দিয়ে খেয়েছে ৪৩টি। ফাইভ-এ সাইড হকির মতো নতুন ফরম্যাটে খেলতে নামা জাতীয় দল টানা তিনটি হারলেও ম্যাচ বাই ম্যাচ ভালো করছিল। যার ফল চতুর্থ ম্যাচে এসে জয়। আজই বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক ওমানের বিপক্ষে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।