বাড়তি দায়িত্ব নিতে হবে টাইগার ব্যাটসম্যানদের


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশে ছিলেন পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এবার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ এই দুই বোলারকে ছাড়াই অস্ট্রেলিয়ার মোকাবিলায় নামতে হচ্ছে টাইগারদের।

ম্যাচে দুই বোলারের অনুপস্থিতি কিছুটা অস্বস্তি থাকবে বাংলাদেশ শিবিরে। কিন্তু সকল অস্বস্তি দূর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যদিও আজকের ম্যাচে দলের অন্যতম বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমানের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। আর এ সংবাদে দলে কিছুটা স্বস্তি ফিরেছে।

তবে ম্যাচে বোলারদের পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন করতে হবে তামিম-সাব্বিরদের। কারণ ব্যাঙ্গালুরুর পিচ ব্যাটসম্যানদের অনুকূলে। তাই দলের রানের গতি বৃদ্ধিতে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে তাদের। এ ক্ষেত্রে আাশার বাণী হলো পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ফর্মে রয়েছেন দলের ওপেনার তামিম ইকবাল। সেই সুবাদে এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীর স্থানটি তার দখলেই রয়েছে। বাছাইপর্ব ও মূলপর্ব মিলে তামিম মোট চারটি ম্যাচ খেলেছে। ৬৪ গড় ও ১৫৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২৫৭ রান। এছাড়াও সর্বশেষ ম্যাচে সাকিবের অর্ধশতক ও সাব্বিরের ভালো ব্যাটিং বেশ আশার সঞ্চার করেছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ (সোমবার) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।