বিশ ভাগ ফিট থাকলেও খেলানো হবে মুস্তাফিজকে!


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২০ মার্চ ২০১৬

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ সানি এবং তাসকিন। ১৫ জনের দল নেমে এসেছে ১৩ জনে। দলের প্রধান দুই বোলার নেই। ইনজুরির কারণে প্রথম কয়েক ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান; কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিট না থাকলেও তাকে খেলানো হবে বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যদি মুস্তাফিজ ২০ ভাগও ফিট থাকে তবুও তাকে খেলাবো আমরা। আমাদের আর কোন অপশন হাতে নেই। সে এখন আগের চেয়ে অনেক সুস্থ; কিন্তু ইনজুরি থেকে ফিরে এসেই পুরো উদ্যমে বোলিং করাটা কষ্টকর। আমরা তাকে প্রধান বোলারদের সহযোগী বোলার হিসেবে খেলাবো।’

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে এশিয়া কাপের পর থেকে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি মুস্তাফিজ। সানি এবং তাসকিনের পরিবর্তে দলে এসেছেন শুভাগত হোম এবং সাকলাইন সজীব। দলে সুযোগ পেয়েই ভারতের মত আবহাওয়ায় ভালো পারফর্ম করাটা কঠিন। মাশরাফি বলেছেন, ‘যে দুজন আসছে তারা দলের জন্য উপযোগী কিন্তু বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে একজন ফর্মে আছে, আরেকজন দলে আসলো কেবল দুইটা ভিন্ন জিনিস। যারা আসছে তাদের বলবো, ওরা যেন খেলাটা উপভোগ করে।’

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।