বাংলাদেশের উন্নতি ভাবাচ্ছে স্মিথকে


প্রকাশিত: ০১:১২ পিএম, ২০ মার্চ ২০১৬

দুই দলের অবস্থা একই। প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে তারা। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

স্মিথ বলেছেন, ‘তারা বর্তমান সময়ের সবথেকে বেশি উন্নতি করা দল। চন্দিকা হাতুরুসিংহের অধীনে তারা বেশ ভালো ক্রিকেট খেলছে। গত কয়েকবছরে তাদের উন্নতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সোমবারের ম্যাচে।’

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাই স্কোরিং উইকেটেরও শংকা করছেন স্মিথ। ‘আমার মনে হয় না অন্য উইকেট গুলোর মত এই উইকেটেও টার্ন থাকবে। ব্যাটিংয়ের জন্য একদম আদর্শ উইকেট। আইপিএলের ম্যাচগুলোর মতই এখানকার উইকেট। সেই ম্যাচগুলোতে অনেক রান হতো। আগামী ম্যাচেও আমরা এমন কিছু আশা করতে পারি।’

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।