বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২০ মার্চ ২০১৬

বিশ্বকাপের প্রথম দু`ম্যাচ হেরে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায়ের শংকা জাগিয়ে তুলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে সালমা-জাহানারাদের। এমনই এক সমীকরণের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ক্যারিবীয় দু’ওপেনার হেইলি ম্যাথিউস এবং স্টেফানি টেলরের অসাধারণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায়। দুজনকেই চল্লিশের কোটায় প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি বোলার নাহিদা আক্তার। শেষ দিকে কটিনের ঝড়ো ২৪ এবং স্টেচি-আন কিংয়ের ২০ রানের সুবাদে ১৪৮ রানের লড়াকু সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

বাংলাদেশের পক্ষে রোমানা ১টি এবং নাহিদা আক্তার ৩টি উইকেট নেন।

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।