তাসকিনের নিষেধাজ্ঞা মানতে পারছেন না সোহাগ গাজী


প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৯ মার্চ ২০১৬

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তবে তাসকিন আহমেদের নিষেধাজ্ঞাকে মেনে নিতে পারছেন না বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার সোহাগ গাজী। তাসকিনের নিষেধাজ্ঞার খবর শুনে বিস্ময়ে বাকরুদ্ধ সোহাগ অভিযোগ তোলেন বিশ্বকাপ চলাকালীন সময়েই আইসিসির এমন আচরণ নিয়ে।

তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে সোহাগ গাজী দুঃখ করেই জাগোনিউজকে বলেন, ‘আমারতো বিশ্বাস হচ্ছে না তাসকিন নিষিদ্ধ হয়েছে। আমি ওর বলে এমন কিছু দেখিনি। এটা আসলে খুবই দুঃখজনক। মেনে নেয়া খুব কঠিন। আইসিসি বিশ্বকাপের আগেই কেন এ কাজগুলো করে? ওদের বোলিং অ্যাকশনে সমস্যা, এটা কি আইসিসি আগে দেখেনি? ওরা এবারই প্রথম খেলছে না। প্রায় দুই বছর ধরে ক্রিকেট খেলছে। বিশ্বকাপের সময়ই কেন?’

তাসকিনের নিষেধাজ্ঞায় হতবাক সোহাগ আরও বলেন, ‘আমি কখনো তাসকিনের বলে এমন কিছু দেখি নাই। তবে ভেবেছিলাম বাউন্সার বা দুই একটা নির্দিষ্ট বলে কোন সমস্যা থাকতে পারে। হয়তো অই বলটা নিষেধ করতে পারে। তাই বলে ওর বল সম্পূর্ণ নিষিদ্ধ এটা মেনে নেওয়া কঠিন। আশা করি ও ফিরে আসবে ভালোভাবেই। কিন্তু জানি ফেরাটা অনেক কঠিন।’

নিষেধাজ্ঞা থেকে তারা ফিরে আসতে পারবেন কি না এমন প্রশ্নে সোহাগ জাগোনিউজকে আরও বলেন, ‘নিষেধাজ্ঞা থেকে পুনরায় ক্রিকেটে ফিরে আসা কতটা কঠিন আমি খুব ভালো করেই জানি। আমার কথাই ধরেন, ভালোই খেলছিলাম। হঠাৎ করে বিশ্বকাপের ঠিক আগেই আমার বোলিংয়ে ত্রুটি ধরা হলো। শুধু আমাকেই নয় সাঈদ আজমল, সুনীল নারিন, সচিত্রা সেনানায়েকেকেও। এরপর আমাকে কত কাঠখড় পোড়াতে হচ্ছে। জাতীয় দলে ফিরে আসা অনেক কঠিন হয়ে গেছে। আমি ভাবতেছি ওরা আবার কিভাবে ফিরবে। তাসকিনের জন্য বেশি কষ্ট হচ্ছে। কারণ স্পিনারদের জন্য কাজটা সহজ হলেও পেসারদের জন্য অনেক কঠিন’

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।