বিশ্বকাপ শেষ হয়ে গেল তাসকিনের


প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৯ মার্চ ২০১৬

মাত্রই ফর্মে ফিরছিলেন। অসাধারণ বোলিং, সুইং এবং পেস দিয়ে ব্যাটসম্যানদের কাছে নিজেকে মুর্তিমান আতংক করে তুলছিলেন বাংলাদেশের উঠতি পেসার তাসকিন আহমেদ; কিন্তু হঠাৎ ওঠা এক ঝড়েই যেন সব শেষ হয়ে গেল। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিনকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ হয়ে গেলো বাংলাদেশের এই উঠতি পেসারের।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের বাছাই পর্বে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের সময় তাসকিন এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার।

এরপর আইসিসির বেধে দেয়া সময় ১৪ই মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসেন তাসকিন। নিজের বোলিং অ্যাকশন নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী থাকলেও আইসিসির এমন রিপোর্টে হয়তো মানসিকভাবে ভেঙ্গে পড়বেন তাসকিন।

যদিও অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। এছাড়া চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে দেশের ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন তিনি। তাসকিনের পরিবর্তে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। উল্লেখ্য, এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তাসকিন। বিশ্বকাপের প্রথম পর্বেও দ্রুত বোলিং করে আলোচনায় আসেন তিনি।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।