ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস

২০০ মিটারের সেমিতে বাংলাদেশের জহির রায়হান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৩ আগস্ট ২০২৩

গত ১৫ জুলাই থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের জহির রায়হান সেমিফাইনালে উঠেছিলেন ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে।

১৯ দিনের মাথায় জহির সেই টাইমিং নামিয়ে এনেছেন ২১.৩৪ সেকেন্ডে। আজ (বৃহস্পতিবার) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে এ টাইমিং করে জহির রায়হান উঠেছেন ২০০ মিটারের সেমিফাইনালে।

চীনের অন্যতম শহর চেংদুতে গত ২৮ জুলাই শুরু হয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। যে গেমসে বাংলাদেশকে অংশ নিচ্ছেন দুইজন। অন্যজন ১০০ মিটার হার্ডলসে তামান্না।

তামান্নার ইভেন্ট আগেই শেষ হয়েছে। তিনি হিটে ১৫.৫৪ সেকেন্ড সময় নিয়ে ৭ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।

জহির রায়হান আগামীকাল (শুক্রবার) বিকেল ৫টায় সেমিফাইনালে দৌড়াবেন। চীনের চেংদু থেকে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপে করা টাইমিংয়ের চেয়ে এখানে ভালো করেছি। অল্পের জন্য জাতীয় রেকর্ড ভাঙতে পারিনি। সেমিফাইনালে চেষ্টা করবো আরো ভালো টাইমিং করতে।’

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।