প্যারিস সেইন্ট জার্মেইনকে উড়িয়ে দিল বার্সেলোনা


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

অ্যাওয়ে ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই ইব্রাহিমোভিচের গোল। তাহলে কী কোনও অঘটন ঘটতে চলেছে? এমন ভাবনা মাথায় আসতে না আসতেই গোলশোধ।

আসলে যে দলে মেসি, নেইমার, সুয়ারেজের মতো বিশ্বসেরা ফুটবলাররা রয়েছেন, তাঁদেরকে খুব বেশি সময় গোল করা থেকে আটকে রাখাটাই যে কঠিন কাজ। ঠিক তেমনটাই ঘটল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। ইব্রার ১২ গজ দূর থেকে মারা বাঁ-পায়ের জোরালো শটের জবাব দিল মেসি ঠিক এর চার মিনিট পর। তাঁর গোলেই সমতায় ফেরেন কাতালানরা।

এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নেইমারের দ্বিতীয় গোল। এখানেই যেন আত্মসমর্পন করে প্যারিস সেইন্ট জার্মেইন। দ্বিতীয়ার্ধে যার সুযোগ নিয়ে আরও একটা গোল করতে ভুল করেননি বার্সেলোনার উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। এই ম্যাচ জিতে গ্রুপ-এফ-এ শীর্ষেই থাকল বার্সেলোনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।