এবার মাঠেও পরাজয়ের বৃত্তে তিন মোড়ল


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৮ মার্চ ২০১৬

ক্রিকেট বিশ্বের তিন নিয়ন্তা ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ভারতের এন শ্রীনিবাসনের কল্যানে তারা নিজেদের ক্রিকেট বিশ্বের মোড়ল ঘোষণা করেছিল। লক্ষ্য, আইসিসির রাজস্বের বেশিরভাগ অর্থ ভাগাভাগি করে নেয়া। ক্ষমতা কুক্ষিগত করে রাখা। শ্রীনিবাসনের পতনের পর তিন মোড়লের ক্ষমতাও ক্ষীন হতে শুরু করে। শেষ পর্যন্ত ভারতেরই শশাঙ্ক মনোহরের কল্যানে তিন মোড়লের আধিপত্যের বিদায় নিশ্চিত করার কাজ শুরু করা হয়েছে।

মোট কথা, টেবিলের খেলা তিন মোড়লের পরাজয় নিশ্চিতই এখন। টেবিলের খেলায় যেভাবে আধিপত্য হারিয়েছে, ঠিক তেমনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের খেলায়ও আধিপত্য হারিয়েছে তিন মোড়লের তিন দেশ। নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। প্রথম হেরেছে ভারত, এরপর ইংল্যান্ড। সর্বশেষ আজ হেরেছে অস্ট্রেলিয়া। এই তিন মোড়লের পরাজয়ের ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮২ রানের বড় সংগ্রহ করেও ক্রিস গেইলের দুর্দান্ত সেঞ্চুরিতে হার মানতে বাধ্য হয় ইংল্যান্ডকে। আর শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। তবে এদের হারে চেয়ে বেশি অবাক করেছে আরেক মোড়ল ভারতের হার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি তারা। কিউইদের ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছে ধোনির দল।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের পরই অনেকেই তিন মোড়লের হার নিয়ে সামাজিক মাধ্যমের আলোচনা করছেন। মোহাম্মদ নুরুল করিম নামে এক কলেজ শিক্ষক ফেসবুকে লিখেছেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কি এখনো মোড়ল দাবি করে? সবাই তো বিশ্বকাপে প্রথম ম্যাচ হারলো!’

স্বপন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘তিন মোড়লের হার দিয়ে শুরু, এবার অপেক্ষা তাদের বিদায়ের।’ কবির নামে আরও একজন লিখেছেন, ‘কোটা কমপ্লিট, প্রথম আক্রমণে তিন মোড়লের পতন হলো।’

নুপুর নামে একজন টুইটারে লিখেছেন, ‘প্রথম পর্ব ভালোভাবে শেষ। দ্বিতীয় পর্বের শুরুটা আজকে হবে। মোড়লদের আধিপত্য ভেঙ্গে দাও ডি ভিলিয়ার্স।’

বছর দুই আগে ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তুলেছিল তিন মোড়লের আধিপত্য। বিশ্ব ক্রিকেটকে নিজেদের খেলার পুতুলের মতই তৈরি করেছিলেন তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে খর্ব করা হয় তিন মোড়লের আধিপত্য। এবার পালা মাঠে তাদের অধিপত্য খর্ব করার।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।