ইতিহাস বলছে ভারতই জিতবে


প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৮ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বের খেলা শুরু হয়েছে ১৫ মার্চ। ওই ম্যাচে ভারতীয় দর্শকদের মন ভরাতে পারেননি মহেন্দ্র সিং ধোনিরা। নিউজ্যিলান্ডের কাছে ৪৭ রানের পরাজয়ের লজ্জা পেতে হয়েছিল স্বাগতিক ভারতকে। তবে নিউজিল্যান্ডের ওই ম্যাচ ভুলে এখন ভারতীয়রা মেতেছে ইডেনে পাক-ভারত ম্যাচ নিয়ে।

অপেক্ষার প্রহর যেন আর শেষ হতেই চাইছে না। মাত্র একদিন। এরপরই আগামীকাল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বি ভারত এবং পাকিস্তান।

এই ম্যাচে কি জিতবে পাকিস্তান! প্রতিটা বিশ্বকাপের আগেই এই প্রশ্ন তৈরী হওয়াটা যেন একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কারণ, ইতিহাসটা যে মোটেও পাকিস্তানের পক্ষে নয়! পুরোপুরিই ভারতের পক্ষে।

এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের কোনো আসরে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। সুতরাং, পরিসংখ্যান কিংবা ইতিহাস যাই বলুন- এসব বলছে ইডেন কথা বলবে ভারতের হয়েই।

এবার দেখে নেয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান:

১৪ সেপ্টেম্বর, ২০০৭, ডারবান
ভারত-১৪১/৯, পাকিস্তান-১৪১/৭
বোল আউট নিয়মে ভারত জয়ী।

২৪ সেপ্টেম্বর, ২০০৭, জোহানেসবার্গ
ভারত-১৫৭/৫, পাকিস্তান -১৫২/৭
পাঁচ রানে ভারত জয়ী।

৩০ সেপ্টেম্বর, ২০১২, কলম্বো
পাকিস্তান-১২৮/১০, ভারত-১২৯/২
আট উইকেটে ভারত জয়ী।

২১ মার্চ, ২০১৪, মিরপুর
পাকিস্তান-১৩০/৭, ভারত-১৩১/৩
সাত উইকেটে ভারত জয়ী।

আরএ/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।