এবারও কি পাকিস্তানের পক্ষে থাকবে ইডেন?


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৮ মার্চ ২০১৬

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। মাঠে বল গড়ানোর আগে থেকেই সেই ম্যাচ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। যদিও এবারের আলোচনাটা একটু ভিন্নই। একদিকে ভারতের সমর্থকরা, নিজেদের এগিয়ে রাখছেন তো পাকিস্তান সমর্থকরা এগিয়ে রাখছেন তাদের নিজেদেরও। ভারতের সমর্থকদের যৌক্তিক কারণও আছে। ক্রিকেটের কোনো ফরম্যাটের কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান।

অপরদিকে পাকিস্তান সমর্থকদের দাবি, ইডেনে তাদের দলই চূড়ান্ত সফলতা পাবে। কারণ ইডেন গার্ডেন্স কখনোই পাকিন্তানকে হতাশ করেনি। তাইতো সবার মনে এখন একটাই প্রশ্ন, এবারও কি তাহলে ইডেন পাকিস্তানের পক্ষে?

পরিসংখ্যান অনুযায়ী ইডেনে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে চারবার প্রত্যেকবারই হতাশ হয়েছে ভারত। তাইতো ইডেনের মাঠে খেলা বিষয়ে বেশ উজ্জীবিত পাকিস্তান ক্রিকেট দল।

এক নজরে দেখে নেয়া যাক ইডেনে ভারত-পাকিস্তান পুরনো ম্যাচগুলোর স্কোর

১৮ ফেব্রুয়ারি, ১৯৮৭
ভারত-২৩৮/৬, পাকিস্তান-২৪১/৮
ফল: দুই উইকেটে পাকিস্তানের জয়।

২৮ নভেম্বর, ১৯৮৯
পাকিস্তান-২৭৯/৭, ভারত-২০২ অল আউট
ফল: ৭৭ রানে জয়ী পাকিস্তান।

১৩ নভেম্বর, ২০০৪
ভারত-২৯২/৬, পাকিস্তান-২৯৩/৪
ফল: ছয় উইকেটে জয়ী পাকিস্তান।

৩ জানুয়ারি, ২০১৩
পাকিস্তান-২৫০, ভারত-১৬৫
ফল: ৮৫ রানে জয়ী পাকিস্তান

আরএ/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।