ওয়াকারের বিশ্বাস এবার ভারতকে হারাবে পাকিস্তান


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৮ মার্চ ২০১৬

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনা। তবে এ উত্তেজনা দুই দেশের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকে না, এর রোমাঞ্চ ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগের মাধ্যমেই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দু`দলের সমর্থকদের পাল্টাপাল্টি বক্তব্য।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান আদৌ ভারতে যাবে কি না, শুরুতে তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। আর তাতেই পাক-ভারত মহারণ দেখার আশা ফিকে হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনেক আগেই কলকাতায় পৌঁছে আফ্রিদিরা এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচও তারা খেলে ফেলেছে বাংলাদেশের বিপক্ষে। এবার মহারণে মাঠে নামার পালা। কলকাতার ইডেনেই আগামীকাল (শনিবার) ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান।

কোনো ফরম্যাটের বিশ্বকাপের কোন ম্যাচেই এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আবার ইডেনে কোন ম্যাচেই পাকিস্তানকে হারাতে পারেনি ভারত। তবে কী এবার ইতিহাসটা বদলাতে যাচ্ছে! আত্মবিশ্বাসী পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। তার মতে, ‘আগামীকালের ম্যাচে ভারতই পিছিয়ে থাকবে। কারণ তারা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। ফলে তাদের কাছে কালকের ম্যাচ বাঁচা-মরার লড়াই। বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে তাদের সামনে। এটা বাড়তি একটা চাপ তৈরী করেছে তাদের ওপর। অন্যদিকে গত ম্যাচটা জিতেছি আমরা। ব্যাটসম্যানরাও রান পেয়েছে। তাই আমাদের দলের খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী।’

ওয়াকার তার বোলারদের নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘পাকিস্তানের বোলাররাই হচ্ছে এই টুর্নামেন্টে রিয়াল গেম চেঞ্জার। যদিও বুমরাহ এবং নেহরা খুবই প্রতিভাবান বোলার। তবে আমরাই এ ক্ষেত্রে এগিয়ে থাকবো। কারণ, আমাদের পেসাররা ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে। মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজরা কিন্তু আমাদের সত্যিকারের ম্যাচ উইনার।’

তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত কোন বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। কিন্তু এমন পরিসংখ্যানকে শুধুই ইতিহাস মনে করেন পাক কোচ। তিনি বলেছেন, ‘ইতিহাস বদলাতেই পারে। এবারই তার সেরা সময়। আশা করি এই সুযোগ আমরা কাজে লাগাতে পারব ‘

আরএ/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।