সৌম্যের লক্ষ্য সেমিফাইনাল


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১৮ মার্চ ২০১৬

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের। শেষ দশ ম্যাচে ত্রিশঊর্ধ্ব ইনিংস আছে মোটে একটি। বিপিএলেও নিজেকে খুঁজে ফিরেছেন এই ওপেনার। অথচ ২০১৫ সালটা তার কাছে স্বপ্নের মতই ছিল। হঠাৎ কেন এই পড়তি ফর্ম!

সৌম্য নিজেও বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। ‘ব্যক্তিগত ফর্ম আপনারা দেখেছেন। নিজের কাছেই একটু খারাপ লাগছে। চেষ্টা করছি ফর্মে ফিরতে। অনুশীলনে সময় দিচ্ছি অনেক, ভুলগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি পরের ম্যাচে রান পাবো।’

পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ক্যাচ ধরার পর সবার আলোচনায় সৌম্যের ক্যাচ। এ নিয়ে টাইগার ওপেনার বলেন, ‘ফিল্ডিংয়ে যখন আমি থাকি তখন সবসময় চেষ্টা করি ভালো কিছু করার বা এমন কিছু করার যেন সবাই দেখে। ওই সময় মিড উইকেট জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। চেষ্টা করি ভালো ফিল্ডিং করার বা ক্যাচ নেওয়ার। কাল একটা সুযোগ এসেছিল। ক্যাচটা নিতে পেরে ভালো লেগেছে।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই হার। ব্যর্থতা আর হতাশাকে পেছনে ফেলে অসিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। শুধু তাই নয়, পরের সবগুলো ম্যাচ জিতে স্বপ্নের সেমিফাইনালেও পা রাখতে চান সৌম্য সরকার। ‘আমরা খেলার মধ্যেই ছিলাম। সবার প্রথম ম্যাচ ছিল, আমাদের চার নম্বর ম্যাচ। আগের তিনটি আমরা জিতেছি। চার নম্বর ম্যাচ হারতেই পারি। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। পরের তিনটি ম্যাচে আমরা অবশ্যই চেষ্টা করব ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে।’

আরআর/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।