অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৭ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার মিশনে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের পাঁচটি আসর শেষ হলেও এখনো ঘরে ট্রফি তুলতে পারেনি অসিরা।

এ ম্যাচে নামার আগে ইতিহাসকে সঙ্গে নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণের ম্যাচে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে অসিরা।

নিউজিল্যান্ডের সেরা সাফল্য সর্বশেষ ক্রিস্টচার্চের ম্যাচটি টাই করতে পারা। অবশ্য এ ম্যাচটি হয়েছিল ২০১০-এর ফেব্রুয়ারিতে। এরপর ছয় বছর টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়নি দল দুটি। দেখা যাক কোন দল এগিয়ে যেতে পারে শিরোপার দিকে।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): অ্যারোন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার/জন হেস্টিংস/নাথান কটলার, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, মিচেল সান্টনার, গ্রান্ট এলিয়ট, লিউক রঞ্চি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে এবং ইশ সোধি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।