শ্রীলংকাকে ১৫৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৭ মার্চ ২০১৬

বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে আফগানিস্তান। আজগর স্টানিকজাইর ক্যারিয়ার সেরা অনবদ্য ৬২ রানের উপর ভর করে আফগানরা ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করতে সক্ষম হন।

মালিঙ্গাবিহীন শ্রীলংকাকে বড্ড অচেনা লাগছিল এদিন। তবুও দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের ১৫৩ রানের ভেতর আটকাতে সক্ষম হন তারা।  

ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ শেহজাদকে ৮ রানে ফিরিয়েই অনেকটা চালকের আসনে বসে শ্রীলংকা। নুর আলী জাদরান তড়িৎ গতিতে ২০ রান করে আউট হলে চাপে পরে আফগানরা। এক পাশে অধিনায়ক আজগর স্টানিকজাই থাকলেও অন্যপাশের ব্যাটসম্যানরা আসা যাওয়াতেই ব্যস্ত ছিল। স্টানিকজাই ৪৭ বলে হার না মানা ৬২ রান করেন। ৬২ রান করার পথে তিনটি চার এবং চারটি ছয় মারেন তিনি। ৩১ রান করে তাকে যোগ্য সহযোগিতা করেন সামিউল্লাহ শেনওয়ারি।

আরআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।