পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৬ মার্চ ২০১৬

একদিকে ইডেন গার্ডেন্সে খেলার স্বপ্নপূরণ। অন্যদিকে প্রতিপক্ষকে হারিয়ে পরিসংখ্যানে আরও একধাপ এগিয়ে যাওয়া। এমন সব সমীকরণ নিয়ে বুধবার বিকেলে মাঠে নামবে টাইগাররা।

সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ পাঁচবারের দেখায় একবারও হারেনি মাশরাফি বাহিনী। অন্যদিকে বাংলাদেশের কাছে পরাজয়ের সংখ্যাটা যেন দিন দিন বাড়ছে আফ্রিদিদের।

পরিসংখ্যানে দেখা যায়, গেলো বছর ১৭ এপ্রিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ৭৯ রানের বিশাল জয় পায় তারা। এরপর ১৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচেও সাত উইকেটের বিশাল জয় পায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচেও আট উইকেটে হেরে ওয়াইট ওয়াশ হয় পাকিস্তান।

ওয়ানডে`র মতো টি-টোয়েন্টিতেও রয়েছে বেশ সাফল্য। ২৪ এপ্রিল সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

সর্বশেষ এশিয়া কাপে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন সাব্বির-মাহমুদুল্লাহরা। ফলে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

আরএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।