মহা বিপর্যয়ে ভারত


প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৫ মার্চ ২০১৬

জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মহা বিপর্যয়ে পড়েছে স্বাগতিক ভারতও। নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে ব্যাটিং উইকেটে ১২৭ রানকে ভাবা হয়েছিল খুবই সহজ; কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ে সামনে একের পর এক উইকেট হারাতে শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির দল। মূলত কিউইদের স্পিনেই নাকাল হচ্ছে ভারতীয়রা।

প্রথম ওভারের পঞ্চম বলেই নাথান ম্যাককালামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শিখর ধাওয়ান। দলীয় রান তখন মাত্র ১। দ্বিতীয় ওভারেই আরেক স্পিনার মিচেল সান্তনারের ঘূর্ণিতে উইকেট হারিয়ে বসেছেন রোহিত শর্মা এবং সুরেশ রায়না। ১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করছিলেন বিরাট কোহলি এবং যুবরাজ সিং।

কিন্তু ৫ম ওভারের ৫ম বলে নাথান ম্যাককালামকে রিটার্ন ক্যাচ দেন যুবরাজ সিং। ফলে ২৬ রানের মাথায় ৪ উইকেটে পতন ঘটলো ভারতের। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬ রান।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।