মুস্তাফিজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৫ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের শুরুতেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দলটির বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া টাইগাররা। তবে এর আগে দলের সেরা অস্ত্র মুস্তাফিজকে নিয়ে এখনও কাটেনি সংশয়। আগামীকাল (বুধবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত মুস্তাফিজের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ সম্পর্কে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আদৌ কাল মুস্তাফিজ খেলবে কিনা? ওর চোট রয়েছে। কোচ আর ফিজিওর সঙ্গে পরামর্শ করেই ওকে মাঠে নামানো হবে। এখনও আমাদের হাতে ২৪ ঘণ্টা রয়েছে। দেখা যাক কি হয়। কালকেই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

পাকিস্তানের বিপক্ষেই দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুস্তাফিজুর রহমানের। মোহাম্মদ হাফিজ ও শহিদ আফ্রিদির মত ব্যাটসম্যানদের আউট করে বিশ্বক্রিকেটে নিজের প্রতিভার কথা জানান দেন তিনি। এরপর ভারত বধের মূল নায়কও ছিলেন এ নবীন। তাই তাকে বিশ্বকাপের শুরুতে ম্যাচে পেতে মরিয়া বাংলাদেশ; কিন্তু আগামির কথা ভেবে কোন ঝুঁকি নিতে রাজি নন টিম ম্যানেজমেন্ট। ব্যাথা কমলেই খেলানো হবে তাকে।

তবে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আভাস দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে বুধবার তার (মুস্তাফিজ) খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। ফিজিও বায়েজিদুল ইসলামের পূর্ণ তত্ত্বাবধানে রয়েছেন তিনি।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।