বাংলাদেশের বিপক্ষে খেলছেন না আফ্রিদি!


প্রকাশিত: ১১:০২ এএম, ১৫ মার্চ ২০১৬

আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক শহিদ আফ্রিদিকেই ছাড়া মাঠে নামতে হবে পাকিস্তানকে! শারিরীকভাবে অসুস্থতা বোধ করার কারণেই দেখা দিয়েছে এই শঙ্কা।

নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করার আগে আজ (মঙ্গলবার) সকালে দলের সবাই যখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছিলেন, তখন দেখা যায়নি অধিনায়ক শহিদ অফ্রিদিকে। জানা গেছে, জ্বরে ভুগছেন তিনি। সে কারণেই মূলতঃ আজ অনুশীলনে যোগ দিতে পারেননি পাক অধিনায়ক।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। যদিও তার কন্ঠে ছিল অনিশ্চয়তা। ফলে আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অফ্রিদির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এরআগে নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত নিরাপত্তার আশ্বাস পেয়ে বেশ উজ্জীবিত পাকিস্তান দল ভারতে সফরে আসে শনিবার (১২মার্চ)। ভারতে পা রাখার পরই বিতর্কে জড়িয়ে পড়েন পাকিস্তান অধিনায়ক। ভারতে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে বিতর্কের জন্ম দেন তিনি। বললেন, ‘পাকিস্তানের থেকেও আমি ভারতে বেশি ভালোবাসা পাই।’ আফ্রিদির এমন মন্তব্যে বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তানের জনগণ।

আরএ/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।