একদিন আগেই শেষ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট


প্রকাশিত: ১০:২৪ এএম, ১৫ মার্চ ২০১৬

এশিয়া কাপে পাকিস্তান দলকে হারানোর পর বেশ উজ্জীবিত বাংলাদেশ। অন্যদিকে পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান। ফলে দু’দলের এই শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্য অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

কোলকাতার ইডেন গার্ডেনে বুধবার অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে কৌতুহলী ভারতের ক্রীড়াপ্রেমীরাও। তবে কাউন্টারে টিকিট বিক্রি হবে না জানিয়ে সেখানকার দর্শকদের বেশ হতাশ করেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

এমন পরিস্থিতিতে একদিন আগেই ফুরিয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটির সব টিকিট। অনলাইন টিকিটের ওয়েবসাইট বুকমাইশোডটকম এমন তথ্য জানিয়েছে। একইসাথে শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিটও।

আরএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।