সাকিবকে ছাড়িয়ে গেলেন আল-আমিন
হঠাৎ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ-২০১৫ থেকে দেশে ফিরতে হয়েছিল আল-আমিন হোসেনকে। এরপর প্রায় আট মাস পর দলে সুযোগ পেয়েছিলেন। তারপর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলে জায়গা পাকা করে ফেলেন এই পেসার। এবার পেলেন ক্যারিয়ারের সেরা পুরস্কার। টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে সেরা দশে ঢুকলেন তিনি। সাকিবকে টপকে ছয় নম্বরে রয়েছেন এ পেসার।
বোলিংয়ে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের হয়ে সেরা অবস্থানটি ধরে রেখেছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সোমবার প্রকাশিত সর্বশেষ আইসিসি র্যাংকিংয়ে এক লাফে ৯ ধাপ এগিয়ে সাকিবকে টপকে গেলেন আল-আমিন। তারে র্যাটিং পয়েন্ট ৬৩৩। এর আগে এশিয়া কাপ শেষে ১৫ নম্বরে উঠেছিলেন আল-আমিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে দারুণ পারফরম্যান্স করায় সেরা দশে জায়গা পেয়েছেন তিনি।
আল-আমিনের পাশাপাশি এগিয়েছেন সাকিবও। ওমানের বিপক্ষে ৪ উইকেট নেওয়ায় এক ধাপ এগিয়ে ৬২৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে তিনি। আর দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তিন ধাপ এগিয়ে আছেন ৩০ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ৭০ নম্বরে তাসকিন।
ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন সাব্বির রহমান। দুই ধাপ এগিয়ে ১৮ নম্বরে সাব্বির। বোলিংয়ে উন্নতি হলেও ব্যাটিংয়ে অবনমন হয়েছে সাকিবের। দুই ধাপ পিছিয়ে ২৯-এ নেমে গেছেন তিনি। আর স্বাভাবিকভাবে ব্যাটসম্যানদের মধ্যেই এগিয়েছেন তামিম ইকবাল। বাছাইপর্বের সব ম্যাচেই ভালো খেলার পর ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে।
আরটি/এআরএস/এবিএস