জাহানারাদের হারিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় ভারত


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৪ মার্চ ২০১৬

বাংলাদেশ পুরুষ দল যেমন ভালো করছে বাংলাদেশ নারী দল সেই অর্থে ততটা ভালো করছে না। তবুও বিশ্বকাপে ভালো কিছু করার লক্ষ্যে ভারতে খেলতে গেছে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের নারী দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। ভারতের নারী দলের অধিনায়কের কণ্ঠে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার বাণী। ভারতের অধিনায়ক মিতালি রাজ বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ শুরু করার ব্যপারে আশাবাদী। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ এ সিরিজ জয় এবং শ্রীলংকার বিপক্ষে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জয়ে এবারের বিশ্বকাপ জেতার হট ফেবারিট ধরা হচ্ছে ভারতীয় নারী দলকে।

অন্যদিকে জাহানারার অধিনায়কত্বে আবারো নতুন উদ্যমে ভালো করছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সেই ভালো করার জ্বালানি পেয়ে গেছে সালমা-জাহানারারা। এবার ১৫ তারিখ ভারতের চেন্নাশামি স্টেডিয়ামে জ্বলে ওঠার পালা।

আরআর/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।