মূল পর্বে বাংলাদেশের খেলার সময়সূচি


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৪ মার্চ ২০১৬

বাছাই পর্বের পথটা বেশ ভালো ভাবেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে হয়ত আয়াল্যান্ডেরও শেষ রক্ষা হত না। তবে তা না নিয়ে আক্ষেপ নেই টাইগারদের। শেষ ম্যাচে নব্য বিশ্বকাপের টিকেট পাওয়া ওমান তামিমের ব্যাটিং তান্ডবে নাস্তানাবুদ। ফলাফল ৫৪ রানে জয়ী বাংলাদেশ। আর তাতেই নিশ্চিত হয় টাইগারদের সুপার টেনে খেলা।

বাছাই পর্বের পর ১৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের সুপার টেনের লড়াই।

schedule

সুপার টেন এর গ্রুপ-২ এ স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সুপার টেন এর বাংলাদেশের খেলার সময় সূচি:

১৬ মার্চ: বাংলাদেশ-পাকিস্তান (বিকেল সাড়ে ৩টা); ভেন্যু- ইডেন গার্ডেনস, কলকাতা।
২১ মার্চ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (রাত ৮টা); ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
২৩ মার্চ: বাংলাদেশ-ভারত (রাত ৮টা); ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
২৬ মার্চ: বাংলাদেশ-নিউজিল্যান্ড (বিকেল সাড়ে ৩টা); ভেন্যু- ইডেন গার্ডেনস, কলকাতা।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।