আর খেলা না হলেও জিতবে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৩ মার্চ ২০১৬

তামিম তাণ্ডবে বাংলাদেশের রান ১৮০। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়েও প্রথম। বাংলাদেশের বিশাল রান তাড়া করতে নেমে ৭ ওভার শেষে ৪১ রান করেছে ওমান।

এ সময়ই নেমেছে বৃষ্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে ঝুম বৃষ্টি। এ অবস্থায় ম্যাচ যদি আর মাঠে গড়াতে না পারে, তাহলে কী হবে!

আপাতত আর ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোন সুযোগ নেই। কারণ, দু’দলই কমপক্ষে ৫ ওভারের বেশি করে খেলে ফেলেছে। সুতরাং, হিসেব হবে বৃষ্টি আইন ডার্কওয়াথ লু্ইস পদ্ধতিতে।

এই পদ্ধতিতে এই ৭ ওভারেই বাংলাদেশ ওমানের চেয়ে এগিয়ে আছে ২০ রান। সুতরাং, বৃষ্টিতে আর খেলা মাঠে না গড়ালেও জিতবে বাংলাদেশ এবং উঠে যাবে সুপার টেনে।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।