শীতে জবুথবু মাশরাফি-হাতুরু!


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৩ মার্চ ২০১৬

ধর্মশালার আবহাওয়া নিয়ে চিন্তার কমতি ছিল না বাংলাদেশ দলের। সকালে গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা এমন আবহাওয়াতে থাকতে অভ্যস্ত নয় বাংলাদেশের ক্রিকেটাররা। গত দুই দিনের বৃষ্টিতে পুরো ধর্মশালা এলাকাতেই বিরাজ করছে হিমশীতল অবস্থা। এমনিতেই ধর্মশালা একেবারে হিমালয়ের কোলঘেঁষে দাঁড়িয়ে। তারওপর রোববার ওমানের বিপক্ষে ম্যাচে নামার আগেও বৃষ্টি হয়েছিল ধর্মশালায়। সুতরাং, ঠাণ্ডা যেন ঝেঁকে বসেছে।

ওমানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। খেলার এক পর্যায়ে কোচ হাতুরুসিংহে এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দেখা গেছে শীতে জবুথবু অবস্থায় ডাগআউটে বসে আছেন। মাশরাফি গায়ে জড়িয়ে রয়েছেন তোয়ালে। হাথুরু জড়িয়ে রয়েছেন একটি জ্যাকেটের ওপর তোয়ালে।

জানা গেছে ধর্মশালার বর্তমান তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপামাত্রা শুধু কমছেই।

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।