তামিমের হাফ সেঞ্চুরি


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৩ মার্চ ২০১৬

সুপার সুপার তামিম ইকবাল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে যেন বেছে নিয়েছেন নিজেকে প্রমাণ করার জন্য। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রান করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৪৭ রান করেছিলেন তিনি।

এবার আবারও জ্বলে উঠলো তার উইলো। আবারও হেসে উঠলো। এবার মাত্র ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার।

টি-টোয়েন্টিতে এর আগে ৪টি হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম। নেদারল্যান্ডসের বিপক্ষেও করেছিলেন অপরাজিত ৮৩ রান। হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও। ৪৭ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি।

ওমানের বিপক্ষেও যে তামিম জ্বলে উঠবেন, তা অনুমিতই ছিল। তবে সেটা যে এতটা তাণ্ডব নিয়ে, তা কেউ ভাবতে পারেনি। শেষ পর্যন্ত তামিম হাফ সেঞ্চুরিটাকে সেঞ্চুরিতে পূরণ করলেন।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।