জাতীয় দলের ক্যাম্প শুরু
১৬ই ডিসেম্বর ঢাকায় আসছে জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দল। ১৮ ডিসেম্বর জাপানের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার এ উপলক্ষে জাতীয় ক্যাম্পে রিপোর্ট করেছে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। অধিনায়ক মামুনুল ইসলাম মামুনকে ছাড়া বাফুফে ভবনে অাবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন ডাক পাওয়া সবাই।
জাতীয় দলের ক্যাম্প নিয়ে গণমাধ্যমের কাছে প্রতিপক্ষ সচেতন কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন, `ম্যাচের আগে যে কয়েক দিন পাওয়া যাচ্ছে সেই কয়দিন ফরমেশন নিয়েই কাজ করতে হবে। ছেলেরা সবাই যাতে পুরো মাঠে বল পায়ে রেখে খেলতে পারে সেই বিষয়টির ওপরেই জোর দিচ্ছি। অার জাপানের এই দলটিতে কিছু লম্বা খেলোয়াড় অাছে। তাদের মোকাবেলা করার বিষয়টিও ভাবতে হচ্ছে।`
বাফুফে হোস্টেলে সবাই রিপোর্ট করলেও যোগ দিতে পারেননি ইন্ডিয়ান সুপার লিগে (অাইএসল) খেলা মামুনুল। তার যোগ দেওয়া নিয়ে ম্যানেজার অামিরুল ইসলাম বাবু বলেছেন, `অামরা অ্যাটলেটিকো ডি কলকাতার কাছ থেকে মামনুলকে চাইবো। তাদের বলবো, যদি সম্ভব হয় তাকে যেন শিগগিরই ঢাকা পাঠায়। কারণ, জাপানের এই প্রীতি ম্যাচে তাকে অামরা চাই।` জাতীয় ক্যাম্পে চলার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করবে জাতীয় ফুটবল দলের সদস্যরা।